যুব ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ক্রিকেটার ও কর্মকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন টাইগার যুবারা। ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা টিম হিসেবে আবির্ভূত হলো বাংলাদেশি যুবারা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।