মালয়েশিয়ায় সম্প্রীতির বন্ধনে এমবিএফএর ইফতার মাহফিল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৯ মার্চ ২০২৫

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সানওয়ে স্টারকাবাব রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এমবিএফএর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। ড. জাহাঙ্গীর আলম, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতির জন্য ফোরামের সকল সদস্য, পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

jagonews24

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

যা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]