মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এন্টারপ্রেনারশিপ সামিট’

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ জুলাই ২০২৫

আগামী ২১ ও ২২ আগস্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট।

সামিটটির প্রধান আয়োজক জেসিআই পেতালিং জায়া এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ইয়ুথ হাব ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

এবারের সামিটের মূল প্রতিপাদ্য— ‘টেকসই বৈশ্বিক ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতা এই সামিটে অংশগ্রহণ করবেন এবং একটি টেকসই ও সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামিট উপলক্ষে ৩ জুলাই কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এন্টারপ্রেনারশিপ সামিট’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইয়ুথ হাব ফাউন্ডেশন-এর পক্ষে: চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক ও ট্রেজারার সুমাইয়া জাফরিন চৌধুরী প্রধান স্পনসর– মানি এক্স, ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর, চু জুন কিয়ং গালা ডিনার ভেন্যু ও খাদ্য সহযোগী –ডব্লিউ ফ্যাক্টরি ও রানিং ম্যান: প্রতিষ্ঠাতা ও সিওও মি. জোয়েল টান ওয়ে ইয়ং অফিশিয়াল টিকিটিং পার্টনার – টিকিটটুইউ: ইভেন্ট ডিরেক্টর মি. হেনরি চিয়া স্পনসর – ইউনাইটেড ওভারসিস ব্যাংক মালয়েশিয়া: স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার, বিজনেস ব্যাংকিং মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং কর্পোরেট ভিজিট ও মিডিয়া পার্টনার: সিনচিউ মিডিয়া ডেইলি ভেন্যু পার্টনার – ডব্লিউওআরকিউ -ওয়ার্কিং স্পেস: মার্কেটিং ম্যানেজার মিস ক্যামিলা ছবি ও ভিডিও পার্টনার – ক্লিক অফ শাওন: মো. শাওন আহমেদ ও নুরুজ্জামান প্রিন্স ব্যানার ও ব্যাকড্রপ পার্টনার – কিউলিক সলিশন: ডিরেক্টর নিক টান অ্যাসোসিয়েশন পার্টনার – পামপ কিল ও সেলাঙ্গর স্টেট: স্টেট লিয়াজঁ কমিটি সেক্রেটারি মিস ক্যারেন চেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৫ সালের জিসিআই পেতালিং জায়ার প্রেসিডেন্ট মিস মিকাসা চং এবং আইএস ২০২৫ এর আয়োজক চেয়ারলেডি মিস ইয়াপ মেই শিন, যারা সামিটের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নিবন্ধন:www.tinyurl.com
তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com