দেশ গঠনে অন্যতম ভূমিকা মধ্যপ্রাচ্য প্রবাসীদের

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০২০

মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশ গঠনে অন্যতম ভূমিকা রাখছে। বৈধপথে টাকা পাঠিয়ে প্রতিবছরই অনেকে সিআইপির মর্যাদা পাচ্ছেন। প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিরা।

দুবাইয়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী মধ্যপ্রাচ্যের প্রথম বিজনেস সামিটে এসব বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। ৭-৮ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের একটি অভিজাত হোটেলে সামিটে বিশ্বের ২০টি দেশের ৫০০ প্রবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় নিশ্চিন্তে বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের আহ্বান করা হয়। প্রথম দিনে বক্তব্য দেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানসহ বিশ্বের নানা দেশ থেকে আসা বাংলাদেশি ব্যবসায়ী নেতারা।

দ্বিতীয় দিনে বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আরও বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির, সহ-সভাপতি সি আইপি মাহবুবুল আলম, রাজা মল্লিক, সামিটের আহ্বায়ক আইয়ুব আলী বাবুল ও সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২ দিনেই নানা প্যানেলে দেশের রেমিট্যান্স, গার্মেন্ট, শ্রম শিল্প, রপ্তানি ও আমদানি শিল্পের নানাদিক নিয়ে আলোচনা করে বক্তারা। সম্ভাবনায় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২ দিনব্যাপী জমকালো এ আয়োজনের শেষদিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ-গান দিয়ে দর্শক-শ্রোতা মাতিয়ে তোলেন বরেণ্য শিল্পী পিন্টু ঘোষ।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com