ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৫ নভেম্বর ২০২২

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানী হেলসিংকির ইতা কেসকুছের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ও পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি পলাশ কামালী, সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহরিুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়া সাংগঠনকি সম্পাদক জুনায়দে আহমেদ জনি, সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম মুননী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানী হেলসিংকির ইতা কেসকুছের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিল বলেই তাদের হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চারনেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আলোচনা সভা শেষে জেলখানার অভ্যন্তরে হত্যাকাণ্ডটি অত্যন্ত নির্মম ও জঘন্যতম উল্লেখ করে মৃত্যুঞ্জয়ী চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com