কলকাতায় সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু কবিতা উৎসব

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২২ মার্চ ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু কবিতা উৎসব উদযাপিত হয়েছে।

এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু কবিতা উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠ, বঙ্গবন্ধুকে নিয়ে বরেণ্য কবিদের ১০৩টি কবিতা আবৃত্তি করা হয়। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান জনপ্রিয় কিছু গান পরিবেশন করা হয়। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া ভারতীয় মুক্তিযোদ্ধা ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সাবেক উপ মহাপরিদর্শক সমীর কুমার মিত্র।

তিনি বাংলাদেশের লালমনিরহাট ও রংপুর অঞ্চলে একাত্তর সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের নারকীয় গণহত্যা ও ধর্ষণের লোমহর্ষক ঘটনার স্মৃতিচারণ করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলী। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবদুল কাইউম। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি ও বাচিক শিল্পীদের বরণ করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কবি চিন্ময় রায় চৌধুরী।

kalkata

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, রফিক উল ইসলাম, ড. কুতুবুদ্দিন মোল্লা, অমিত চক্রবর্তী, অবশেষ দাস, নিতাই মৃধা, মিথিলা মুখার্জী, সুজাতা ভট্টাচার্য, শিউলি গুহ বিশ্বাস, অনুরাধা চক্রবর্তী, ইরা সরকার রহি, রাধেশ্যাম সরদার, দেবব্রত মাজী, বিশ্বজিৎ বালা, অদিতি চক্রবর্তী, বিজন চন্দ, অজয় ভট্টাচার্য, চৈতালী নন্দী, মিতা সিনহা, তন্নিষ্ঠা দাস, অনিতা ভট্টাচার্য, সুরেলা দে, পারমিতা দাস প্রমুখ।

শ্রুতি নাটক করেন, মন্দিরা চক্রবর্তী, প্রণব চক্রবর্তী ও অজয় কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট উপস্থাপক নিমাই মন্ডল ও কবি বরুণ চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেছেন বেতার সাহাবুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের দফতর সম্পাদক কবি সাহানারা খাতুন।

এনআরবি ওয়ার্ল্ড ফেন্ডশিপ ফোরাম সারা বিশ্বের বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের মাধ্যমে সম্প্রতি গড়ে তোলার লক্ষ্যে ১০ বছর আগে প্রতিষ্ঠিত। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সদস্য আছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]