ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন মনিরুল ইসলাম

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মনিরুল ইসলাম। মিশরে বাংলাদেশের এই রাষ্ট্রদূত এরই মধ্যে এশিয়া অঞ্চলের সেরা কূটনীতিক হিসেবে পুরস্কার পেয়েছেন।

চৌকস এই কূটনীতিক বর্তমানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আর বর্তমান রাষ্ট্রদূত শামীম মালয়েশিয়া বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। জানা গেছে, আগামী সপ্তাহে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ইতালিতে আসার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে ইথিওপিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া মরক্কোতেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মনিরুল।

পদোন্নতি পেয়েছেন বর্তমান মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। ১৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে আটজনকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধে প্রথমেই রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেশাদার এই কূটনীতিক কানাডা, স্পেন, সিঙ্গাপুর, ব্রুনাই, চীন ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবেও (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) কাজ করেছেন মনিরুল ইসলাম।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্রনীতি ও বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এদিকে নতুন এ রাষ্ট্রদূতের আগমনকে স্বাগত জানিয়ে রোমে তার নতুন কর্মস্থলের সফলতা কামনা করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com