আমিরাতে রোজা শুরু শনিবার

শুক্রবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্ট ( আওকাফ ) ও আমিরাতের চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম-সহ আমিরাতের সব বিভাগের শাসকরা শুভেচ্ছা জানিয়েছেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান তারা।
এমএমএ