আছির প্রদেশ বিএনপির ইফতার মাহফিল


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ জুন ২০১৭

সৌদি আরবের আছির প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জুন) খামিজ মোশায়েতের হোটেল মারকিউরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও আছির প্রদেশ যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়াম্যান মো. শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মনিরজ্জামান (তপন), আছির প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, আছির প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক সফি উদ্দিন (স্বপন) প্রমুখ।

এতে প্রধান বক্তা ছিলেন আছির প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি। বক্তব্য দেন জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ ফরিদ আহমেদ, মুহাম্মদ দীন ইসলাম টিপু প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হানিফ, মুহাম্মদ ফরিদ হোসেন, আকতার হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা জাহেদ হোসেন, মুহাম্মদ ফরিদ। ইফতারের আগে দেশ জাতির কল্যাণে ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমএমএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]