লস অ্যাঞ্জেলসে লিটল বাংলাদেশ প্রেসক্লাব কমিটি গঠন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ০২:৪৭ এএম, ১৫ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে লিটল বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় আপন বাজার মিলনায়তনে লস অ্যাঞ্জেলসে কর্মরত সাংবাদিকদের এক সভায় এ কমিটি গঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রবাস বাংলা ডট ইনফোর সম্পাদক, আজকাল ও এনটিভির প্রতিনিধি কাজী মশহুরুল হুদা সভাপতি ও এটিএন বাংলা, দৈনিক সমকাল ও জাগো নিউজের প্রতিনিধি লস্কর আল মামুন সাধারণ সম্পাদক এবং এলএবাংলা টাইমসের সিইও আব্দুস সামাদকে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, জাহান হাসান, সাইফুল আলম চৌধুরী, তপন দেবনাথ, সামসুল ইসলাম, নিয়াজ মোয়ায়মেন ও ফয়সাল আহমেদ তুহিন।

নবগঠিত লিটল বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সদস্যদের আভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন লস অ্যাঞ্জেলসের স্থানীয় কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এসআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]