দেশে ফেরা হলো না স্পেন প্রবাসী মাসুক আহমদের

কবির আল মাহমুদ
কবির আল মাহমুদ কবির আল মাহমুদ স্পেন
প্রকাশিত: ০২:১১ এএম, ০৫ অক্টোবর ২০২০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মো. মাসুক আহমদ (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাদ্রিদের মনকোলা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

দীর্ঘদিন ধরে মাদ্রিদে সপরিবারে বসবাস করছিলেন মাসুক আহমদ। তার দেশের বাড়ি সিলেট জেলার মোগলাবাজার থানার মোহাম্মেদপুর গ্রামে।

এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে ৬ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে পুরো স্পেনে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কিংবা আইসোলেশনে আছেন। এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৭ জন প্রবাসী বাংলাদেশি সঙ্কটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন বলে জানা গেছে।

জানা গেছে, মাসুক আহমদ ২০ বছর ধরে সন্তানদের নিয়ে মাদ্রিদে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ইউরোপিয়ান (স্প্যানিশ) পাসপোর্ট হাতে পেয়ে স্বজনদের সাথে দেখা করার স্বপ্ন বুকে নিয়ে দেশে যাওয়ার প্রহর গুনছিলেন। কিন্তু করোনাভাইরাসের কাছে তার স্বপ্ন হার মেনে ২০ দিন হাসপাতালে থাকার পর রোববার সকালে মারা যান।

মাসুক আহমদের মৃত্যুতে বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, ক্রীড়া সম্পাদক সাইফুল আমীন পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দ।

এমএসএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]