জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি থেকে
প্রকাশিত: ০৬:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

যথাযথ মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় এক অডিটোরিয়ামে আওয়ামী লীগ সমর্থক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আলোচনা সভা হয়।

শুরুতে প্রতীকী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশন করেন। এছাড়া ভাষাশহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

jagonews24

কমিউনিটি লিডার হাফিজুর রহমান আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবীব বাবুল, শিশু সাহিত্যিক মো. কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম পুলক, হাকিম টিটু, নজরুল ইসলাম খালেদ, আতিকুর রহমান সবুজসহ অনেকে।

বক্তারা বলেন, একুশের পথ ধরেই স্বাধীনতা এসেছে। ৫২’ এর ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বন্দি থাকা সত্ত্বেও দিক নির্দেশনা দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন।

jagonews24

বক্তারা বলেন, দূর পরবাসে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশিদের প্রাণের ভাষা বাংলা। তাইতো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আতিকুর রহমান সবুজ, সরওয়ার পিন্টু ও নিম্মী কাদের।

জেডএইচ/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]