কানাডায় ঈদমেলায় জমে উঠেছে কেনাকাটা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডায় ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আড্ডা মেলার আয়োজনে সম্পন্ন হলো প্রবাসীদের ঈদের কেনাকাটার ঈদমেলা।
মেলায় ছিল বাহারি রঙের শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারিসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্যের স্টল। এছাড়াও মেলায় ইফতারের ব্যবস্থা ছিল।
মেলায় ব্যবসায়ীরা এনেছিলেন নতুন নতুন কালেকশন। এরমধ্যে নারীদের শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া ছিল। ছোট বাচ্চাদের জন্যও ছিল পোশাক। মেলায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে।
অনেক স্টলেই ক্রেতাদের জন্য সারপ্রাইজ উপহারের পাশাপাশি ডিসকাউন্টেরও বিশেষ ব্যবস্থা ছিল।
ঈদমেলার আয়োজক আসিফ হোসেন জানান, খুবই ভালো লাগছে অনেকদিন পরে আবার আমরা একত্রিত হতে পেরে। ঈদমেলার মূল লক্ষ্য হচ্ছে মেলা থেকে সবাই তাদের পছন্দের পোশাকসহ সাজসজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশসহ ইন্ডিয়া ও পাকিস্তানের তৈরিপোশাক মেলায় স্থান পেয়েছে।
তিনি জানান, প্রবাসীদের মাঝে এ ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা নয়, যান্ত্রিকতাময় প্রবাস জীবনে একে অপরের সঙ্গে দেখা হওয়ারও সুযোগ করে দেয়।
এমএইচআর/জিকেএস