মালয়েশিয়া

বাংলাদেশি শিক্ষার্থী ইরফানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিকের মৃত্যুর ঘটনা তদন্ত করছে মালয়েশিয়ার পুলিশ। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনকে এক চিঠিতে ঘটনা তদন্তের কথা জানিয়েছে সারাওয়াক প্রদেশের পুলিশ কর্তৃপক্ষ।

তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত জানাবে বলেও জানিয়েছে সারাওয়াক পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন, হাইকমিশনের প্রথম সচিব (মিডিয়া উইং) সুফি আব্দুল্লাহিল মারুফ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মালয়েশিয়ায় নদীতে মিললো বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ 

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত শিক্ষার্থীর পরিবার এর আগে লিখিতভাবে পোস্টমর্টেম এবং তদন্ত না করার অনুরোধ করে, বিধায় মালয়েশিয়ার পুলিশ মামলাটি হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের প্রেক্ষিতে বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিল। পরে তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com