নিউ ইয়র্কে বাংলা উৎসব শুরু ২০ মে
মে মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় একাত্তরের সহযোদ্ধা হিসেবে ড. ডেভিড নেইলিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
ড. নেইলিন জানিয়েছেন, বাংলাদেশের বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, বাংলাদেশ আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
মুক্তধারা ফাউন্ডেশন ইতোপূর্বে ২০১২ সালে একাত্তরের সহযোদ্ধা হিসেবে রিচার্ড টেলর ও ২০১৫ সালে লিয়ার লেভিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করেছে।
এমএমজেড/এনএফ/এমএস