আল্লাহর স্মরণ ও আনুগত্য

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ২৮ জুন ২০২৫
ফয়সাল মসজিদ, পাকিস্তান

আল্লাহর স্মরণ সর্বক্ষণ অন্তরে জাগরুক রাখা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে আল্লাহর বিধান ও সন্তুষ্টির কথা মনে রাখা একজন মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। জিকির শুধু মুখে আল্লাহর নাম উচ্চারণ করার নাম নয়, আল্লাহর যে কোনো ধরনের আনুগত্য ও ইবাদতও জিকির। দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত ও দ্বীনি আলোচনাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। একইসাথে আল্লাহর তাসবিহ পাঠ করা বা আল্লাহর প্রশংসা, পবিত্রতা বর্ণনা, মহত্ত্ব ও বড়ত্বের ঘোষণা মুখে উচ্চারণ করাও আল্লাহর জিকির এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় কর, আমার সাথে কুফরি করো না। (সুরা বাকারা: ১৫২) আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। (সুরা আ’রাফ: ২০৫)

আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা ব্যক্তিদের কঠিন পরিণতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত। আর তাকে কেয়ামতের দিন ওঠাব অন্ধ করে। (সুরা ত্বহা: ১২৪)

এ আয়াতগুলোতে ‘আল্লাহর স্মরণ’ অর্থ সামগ্রিকভাবে আল্লাহর আনুগত্য করা, তার বিধান মেনে জীবন পরিচালনা করা। পাশাপাশি মুখে আল্লাহর জিকির করা; তার প্রশংসা, পবিত্রতা বর্ণনা, বড়ত্ব ঘোষণা এবং শুধু তার ইলাহ হওয়ার স্বীকৃতি উচ্চারণ করাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আল্লাহকে সর্বক্ষণ স্মরণে রাখা তার আনুগত্য করার ক্ষেত্রে সহায়ক। শয়তানের প্ররোচনা থেকে অন্তরকে মুক্ত রাখা ও গুনাহমুক্ত থাকার ক্ষেত্রে সহায়ক।

সাঈদ ইবনে জুবায়ের (রহ.) বলেন, জিকির হলো আল্লাহর আনুগত্য। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল সে আল্লাহকে স্মরণ করল, আর যে আল্লাহর আনুগত্য করল না, সে আল্লাহর স্মরণকারী নয়। যদিও সে অধিক পরিমাণ তাসবিহ পাঠ করে এবং কোরআন তিলাওয়াত করে। (সিয়ারু আলামুন নুবালা : ৪/৩২৬)

কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাহর স্মরণে মুমিনের অন্তর প্রশান্ত হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাদের ইচ্ছে পথভ্রষ্ট করেন, আর যারা তাঁর অভিমুখী তাদের সত্য পথে পরিচালিত করেন। তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। (সুরা রা’দ: ২৭, ২৮)

এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, আল্লাহর স্মরণ বা জিকিরের অর্থ এখানে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি অথবা জিকির অর্থ আল্লাহর ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত যা ইমানদারদের মনের খোরাক। অথবা আল্লাহ তাআলার নির্দেশ পালন করা ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা; যা ছাড়া ইমানদার ও পরহেজগাররা অস্থির থাকেন। আল্লাহর স্মরণ ও আনুগত্যে তাদের অন্তর প্রশান্ত হয়।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।