ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৯ জুন ২০২২

উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

২৯ জুন ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক ও আল্লামা কাশগরী হলের সাবেক হল সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আলমগীর হোসেন কিডনি জনিত সমস্যাসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হতো। শেষে হেপাটাইটিস বি ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি মাগুরা নেওয়া হয়। সেখানে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।