পরকালের সুপারিশ লাভে ভিত্তিহীন চিন্তার জবাব

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৫ নভেম্বর ২০১৭

আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় কর; সেদিন আসার আগে, যেদিন ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে এবং (কারো কোনো) বন্ধুত্ব ও সুপারিশ কোনো কাজে আসবে না।’ (সুরা বাকারা : আয়াত ২৫৪)

আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে তাঁর দেয়া রিজিক থেকে তাঁরই পথে খরচ করার কথা বলেছেন। এ খরচের জন্য তিনি টাইমফ্রেম বেঁধে দিয়েছেন। অর্থাৎ সেদিন আসার আগে যেদিন কারো কানো সহযোগিতা কাজে আসবে না। যেমন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব বা সুপারিশ ইত্যাদি।

যদিও আলোচ্য আয়াতে জাকাত আদায়ের ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে; তথাপিও পরকালে সফলতার সহযোগিতায় ‘বন্ধুত্ব ও সুপারিশ’-এর ভিত্তিহীন চিন্তার বিষয়েও আলোকপাত করা হয়েছে।

জাহেলিয়াতের যুগে ইসলাম বিদ্বেষীরা পরকালের সহযোগিতায় বিভিন্ন ধরনের অবাস্তব ধারণা ও ভিত্তিহীন চিন্তাভাবনা করত। আল্লাহ তাআলা এ আয়াতে তা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে, সে দিন বন্ধুত্ব কোনো কাজে আসবে না। তা যত আন্তরিক ও গভীর বন্ধুত্বই হোক না কেন।

ঈসায়ীদের ভ্রান্ত ধারণা ছিল যে, হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র (নাউজুবিল্লাহ)। তিনি সুপারিশ করে তাদের নাজাতের ব্যবস্থা করবেন। তাদের এ ধারণা নিরসনকল্পে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় তাও জানিয়ে দিয়েছেন যে, কারো সুপারিশও সেদিন আল্লাহর আজাব থেকে কাউকে রক্ষা করতে পারবে না।

ঈসায়ী ও ভ্রান্ত ধারণা পোষণকারীদেরকে এ আয়াতের মাধ্যমে সতর্ক করা হয়েছে। তাদেরকে এ মর্মে উপদেশ প্রদান করা হয়েছে যে-
‘হে ঈমানদারগণ! তোমরা যারা আল্লাহ ও তাঁর প্রিয় রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছ; কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা পরকালের জন্য সম্বল সঞ্চয় কর। নেক আমল সংগ্রহ কর। আল্লাহর রাহে দান কর। সদকা খয়রাত, জাকাত, যা কিছু আছে তা যথাযথ আদায় কর। অবশ্যই পরকালে এ সবের বিনিময় লাভ করবে।’

হে মোমেনগণ! তোমরা দুনিয়াতে কারো দ্বারা প্রতারিত হইও না; কেউ যদি বলে, দুনিয়ার মতো আখেরাতেও নেক আমল ক্রয়-বিক্রয় করা যাবে, মন্দ আমল বিক্রয় করা যাবে; বন্ধু-বান্ধবের সুপারিশ দ্বারাও সংকটের উত্তরণ সম্ভব।

সাবধান! (হে মুমিনগণ) তোমরা এ সব কথায় আদৌ আস্থা স্থাপন করবে না। বরং সময়ের সঠিক ব্যবহার কর, এ জীবনকে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণে বন্ধুত্ব ও সুপারিশের ভিত্তিহীন চিন্তাভাবনা না করে আল্লাহর দেয়া রিজিক থেকে তাঁরই পথে ব্যয় কর।

দুনিয়ার সামান্য সময়ের জীবনকে গাফলত তথা অজ্ঞতার বেড়াজালে নিপতিত কর না। বরং এ ক্ষণস্থায়ী জীবনে ভাল কাজের সাধনা দ্বারা পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ-শান্তি ও আরাম-আয়েশকে ক্রয় করে নাও।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলাম বিদ্বেষীদের মতো ভিত্তিহীন চিন্তাভাবনা থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা ঘোষিত পথে তাঁরই দেয়া জীবিকা থেকে দান করার তাওফিক দান করুন।

যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তাদেরকে যথাযথভাবে ইসলাম নির্দেশিত নিয়মে জাকাত আদায় করার তাওফিক দান করুন। পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।