আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাই পর্বে সেরা নুরুদ্দিন জায়েদ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০১ জানুয়ারি ২০২০

নুরুদ্দিন জায়েদ। ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। ২০২০ সালের এপ্রিল-মে মাসে ইরানের ঐতিহাসিক নগরী মাসহাদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় শতাধিক বাংলাদেশি হাফেজে কুরআন অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেরা হয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন হাফেজ নরুদ্দিন জায়েদ।

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক মানের বিচারকমণ্ডলী ও কারিদের উপস্থিতিতে হবে এ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরবেন হাফেজ নরুদ্দিন জায়েদ।

রাজধানী ঢাকার অদূরে শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর মুকাদ্দামাতুল কুরআন মাদ্রসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ।

হাফেজ নুরুদ্দিন জায়েদ ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।