ডা. তাসনিম জারা
কখনোই শিবির করিনি, উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন

নিজের সম্পর্কে প্রচলিত বিভিন্ন গুজব নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান তার চাচি বা চাচাতো বোন নন এবং তিনি নিজে কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।
স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লেখেন, আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।
রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।
এছাড়াও তাকে জড়িয়ে প্রতারণার বিষয়ে ডা. তাসনিম বলেন, পাইলস, যৌন রোগ, চুলকানি, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
এএমএ/জেআইএম