দোহা এয়ারপোর্টে ফুটবল খোয়ালেন সোহেল তাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে শখের ‘অ্যাডিডাস আল রিহলা’ ফুটবল খুইয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি দোহা প্রবাসী বাংলাদেশিদের কাছে তার জন্য একটি ফুটবল নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি আজ ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পথে অনেক শখ করে দোহা এয়ারপোর্ট থেকে একটি ‘Adidas Al Rihla’ ফুটবল কিনেছিলাম। দোহা এয়ারপোর্ট ১০ নম্বর বোর্ডিং গেটে যাবার পথে কোট পরার জন্য একটা জায়গায় থামি এবং ডিউটি ফ্রি ব্যাগে রাখা ফুটবলটা সেখানে ভুলে রেখে আসি। ৫ মিনিট পর যখন টের পাই এবং আমি ছুটে যাই কিন্তু সেই ব্যাগ আর ফুটবল পাই নাই। কাতার এয়ারওয়েজে কর্মরত একজন বাংলাদেশি ভাই এবং এয়ারপোর্টের কর্মকর্তারা আমাকে সহায়তার চেষ্টা করলেও ফুটবলটা পাওয়া যায় নাই। দোহা এয়ারপোর্টে এ রকম ঘটনা গত ১২ বছরে প্রথম- হয়তো কোনো যাত্রী ব্যাগটা তুলে নিয়ে গেছেন- এয়ারপোর্টের কোনো দোষ নাই।

আমার প্রিয় দোহা প্রবাসী কোনো ভাই যদি আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশে আসেন তাহলে অনুরোধ থাকবে আমার জন্য একটা ‘Adidas Al Rihla’ ফুটবল নিয়ে আসবেন- আমি ফুটবলের মূল্য দিয়ে দেবো। এটার দাম $৪৭ (রেপ্লিকা)।

আমাকে এ ইমেইলে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকবো: [email protected]

এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।