ফাইনালের দিন প্রোফাইলে থাক মাশরাফির ছবি

রোববার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। আর এ ফাইনাল দেখার জন্য দু’দিন আগে থেকেই টিকিট নামক সোনার হরিণ পেতে যুদ্ধে নেমেছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।
তবে সবচেয়ে বেশি আলোড়ন উঠেছে ভার্চুয়াল দুনিয়ায়। এরইমধ্যে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে একটি ইভেন্ট। যেখানে ফাইনালের দিন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছবি দিয়ে প্রোফাইল পিকচার করার জন্য ফেসবুক ব্যবহারকারীদের অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে সাড়াও ফেলেছে এই ইভেন্টটি। অনেক ফেসবুক ব্যবহারকারী নিজের প্রোফাইলের ছবি পরিবর্তন করে মাশরাফির ছবি দিয়েছেন।
ইভেন্ট পেজে বলা হয়েছে, ‘আচ্ছা, আগামী ৬ তারিখ যদি আমাদের সবার প্রোফাইল পিকে মাশরাফি ভাইয়ের পিক থাকে তাহলে কেমন হয়???। নিঃশ্চয়ই এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না। যেই লোকটা ৭ বার হাঁটুর অস্ত্রোপাচার হবার পর আরেকবার ইনজুরি হলে শিউর লি পঙ্গু হয়ে যাবার আশঙ্কা কে দূরে ঠেলে দিয়ে ১৩৫-১৪০ কি.মি/ঘণ্টা গতিতে বল করে যাচ্ছে, নড়বড়ে এবং খারাপ সময় পার করতে থাকা একটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বক্রিকেটের উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। তার প্রতি আমরা কী একটু শ্রদ্ধা জানাতে পারি না। আমরা প্রত্যেকেই তাকে অনেক ভালবাসি এবং শ্রদ্ধা করি। কিন্তু, তার প্রতি ভালবাসা প্রকাশের এবং বিশ্ববাসীরর কাছে মাশরাফির প্রতি আমাদের ভালবাসা Reveal করতে তাই আগামী ৬ মার্চ বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনালের দিন সবাই প্রোফাইল পিকে মাশরাফির ছবি দিবেন বিনীতভাবে সেই অনুরোধ জানাচ্ছি।’
এসএইচএস/এবিএস