জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট জয়

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য ছিল জিম্বাবুয়ের সামনে। ঘরের মাঠ বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্ক স্টেডিয়ামে সহজেই এই রান করার কথা স্বাগতিকদের। কিন্তু একমাত্র ওয়েসলি মাধবিরে ছাড়া আর কোনো ব্যাটারই পারেনি আইরিশ বোলারদের সামনে দাঁড়াতে।
বিশেষ করে বাঁ-হাতি স্লো অর্থোডক্স স্পিনার ম্যাথ্যু জেমস হামপ্রিসের ঘূর্ণি জাদুতেই দিশেহারা হয়ে যায় জিম্বাবুইয়ানরা। হামপ্রিস একাই নেন ৬ উইকেট। ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ফলে আয়ারল্যান্ডের কাছে একমাত্র টেস্টের সিরিজে ৬৩ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। এ নিয়ে দুই টেস্ট খেলে জিম্বাবুয়ে দুটিতেই হারলো আয়ারল্যান্ডের কাছে। আগের টেস্ট ম্যাচটি গত বছর আয়ারল্যান্ড সফরে গিয়ে ডাবলিনে খেলেছিল জন ক্যাম্পবেলের দল।
২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর মিডল অর্ডারে ওয়েসলি মাধবিরে একাই করেন ৮৪ রান। তার মত আর এক-দুজন দাঁড়াতে পারলে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। ৭২ বলে ৪৫ রান করেন ব্রায়ান বেনেত। ৩৩ রান করেন জন ক্যাম্পবেল।
- আরও পড়ুন
কোহলি-ডি ভিলিয়ার্সদের পেছনে ফেললেন উইলিয়ামসন
লিটনের পারফরম্যান্স ভালো ছিল না, সাকিব প্রসঙ্গ এড়িয়ে গেলেন সিমন্স
হামপ্রিসছাড়া ২ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি, একটি করে উইকেট নেন মার্ক অ্যাডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬০ রান করে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রাইন ৯০ রানে অপরাজিত থাকেন। ৭৮ রান করেন মার্ক অ্যাডেয়ার। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৫৮ রান দিয়ে নেন ৭ উইকেট।
জবাবে জিম্বাবুয়ে করে ২৬৭ রান। ৯০ রান করেন নিক ওয়েলক। ব্যারি ম্যকার্থি ৪টি ও অ্যান্ডি ম্যাকব্রাইন নেন ৩ উইকেট।
৭ রান পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৮ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৬৬ রান করেন অ্যান্ডি বালবিরনি। ৪৮ রান করেন লরকান টাকার। রিচার্ড এনগারাভা নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের লিড দাঁড়ায় ২৯০ রান। এই রান তাড়া করতে গিয়ে ২২৮ রানে অলআউট জিম্বাবুয়ে।
আইএইচএস/কেএসআর