ত্রিদেশীয় সিরিজ

ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের এই সিরিজে শুরুটা ভালো করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিকরা।

আজ বুধবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে বাবর-রিজওয়ানদের। পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি ফাইনাল করাচিতেই।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, কাইল ভেরেইনে (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তেবরাইজ শামসি।

পাকিস্তান একাদশ

ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আবরার আহমেদ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।