তামিম হারলেন, তামিমই জিতলেন!
প্রচার মাধ্যমে সংশয়। বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব ম্যাচ রিপোর্টের শিরোনাম কী হবে? কেউ কেউ বলছেন, ‘তামিম হারলেন, তামিম জিতলেন!’
একটু গোলমেলে মনে হচ্ছে? না, জটিল বা গোলমেলে মনে হওয়ার কিছু নেই। কারণ, সবার জানা, ঢাকা প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাব তামিম ইকবালের দল। কেউ কেউ তামিমকে ক্লাবটির মালিক বলেও অভিহিত করেছেন। আর সেই গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ সোমবার এবারের প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচ ছিল তামিম সরাসরি যে দলের অধিনায়ক, সেই মোহামেডানের।
বিকেএসপি ৩ নম্বর মাঠে ঘটনাবহুল ম্যাচে তারকাঠাসা কাগজে-কলমের এক নম্বর দলকে মোহামেডানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
যদিও ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' নিয়ে প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন তামিমের নিজের মুখেরই কথা, ‘আমি কিন্তু মালিক নই। আমি এবং মিজান ভাই (ফরচুন বরিশালের স্বত্ত্বাধিকারী) গুলশান ক্লাবে ফিনান্স করেছি।’
তারপরও ধরা হচ্ছে, গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা তামিমের। সেই গুলশান ক্রিকেট ক্লাব এবার প্রিমিয়ার লিগের শুরুতেই বড় চমক দেখালো।
অবশ্য মোহামেডান হারতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছিলো প্রথম সেশন শেষেই।
তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অংকন, সাইফউদ্দীন, আরিফুল হক, আবু হায়দার রনি, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের মতো নামি ও প্রতিষ্ঠিত পারফরমারে গড়া মোহামেডানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। সুজনের কোচিংয়ে মোহামেডানকে ২৯৯ রানের বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ইফতিখার হোসেন ইফতি, জাওয়াদ আবরার ও হাবিবুর রহমান শেখ মুন্নারা।
মোহামেডানের দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ (৮ ওভারে ওভারে ০/৪৫) ও তাইজুল ইসলাম (৮ ওভারে ০/৩৯) একটু কম রান দিলেও ৩ পেসার এবাদত (১০ ওভারে ১/৫০), সাইফউদ্দীন (১০ ওভারে ১/৭৮) ও আবু হায়দার রনি (১০ ওভারে ৪/৬৬) মিলে দিয়েছেন ১৯৪ রান।
বোলারদের দারুণ খারাপ দিনে চরম ব্যর্থ মোহামেডানের ব্যাটাররাও। তরুণ মিডল অর্ডার আরিফুল ইসলাম (৭৯ বলে ৭৩) ছাড়া আর কেউ রান করতে পারেননি।
অধিনায়ক তামিম বল সমান ২২ রান করে আউট হয়েছেন। দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক (১৪ বলে ৭) ও মাহমুদউল্লাহ (১৪ বলে ১০) চরম ব্যর্থ। দ্বিতীয় সর্বাধিক ৩১ রান আসে উইকেটকিপার মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে।
ব্যাট হাতে দারুণ সেঞ্চুরির পর বল হাতেও কারিশমা দেখিয়েছেন গুলশানের ইফতিখার হোসেন ইফতি। ৩২ রানে ৩ উইকেট দখল করেন এ মিডিয়াম পেসার। এছাড়া অফস্পিনার আজিজুল তামিম ১০ রানে ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ২২ রানে ২টি করে উইকেট দখল করলে মোহামেডান ১৯১ রানে অলআউট হয়।
এআরবি/এমএইচ/