অভিষেকেই ব্যাটে-বলে ঝলক দেখিয়ে নায়ক ২০ বছরের রাতুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৫ মার্চ ২০২৫

সায়মুন বাশার রাতুল। যেন কাব্যলোকের সেই রাজ্য জয়ী বীর। আসলেন, দেখলেন, জয় করলেন। কুষ্টিয়ার ২০ বছর বয়সী তরুণ, শুধু যারা জাতীয় যুবদলের (অনূর্ধ্ব-১৯) খোঁজ খবর রাখেন, তারা ছাড়া তাকে আর কেউ চিনতো না।

কী করে চিনবে? সায়মুন বাশার রাতুল যে আগে কখনো ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড়, মর্যাদার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ খেলেননি।

৩ বছর আগে সূর্যতরুণের হয়ে ঢাকার দ্বিতীয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে প্রথম অংশ গ্রহণ। নিয়ম অনুযায়ী ২ বছর সূর্যতরুণে বাইন্ডিং প্লেয়ার হিসেবে থেকে গত বছর গুলশানের হয়ে প্রথম বিভাগ লিগ খেলেছেন রাতুল।

লিজেন্ডস অব রূপগঞ্জের অন্যতম কোচ নাজমুলের হাত ধরেই এবার প্রিমিয়ার ক্রিকেট লিগে নাম লিখানো। আর অভিষেক ম্যাচেই বাজিমাত রাতুলের।

আজ ২৫ মার্চ শেরে বাংলায় রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৭ নম্বরে নেমে ৩৪ বলে ৩ ছক্কা ও এক বাউন্ডারিতে ৪০ রানের ইনিংস খেলার পর বল হাতে ২৭ রানে ৫ উইকেট শিকার করেছেন রাতুল। ফলে প্রিমিয়ারের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

এ ২০ বছর বয়সী যুবার সাথে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নজরকাড়া পারফরম করেছেন জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম আর শেখ মেহেদী। জাকেরের ব্যাট থেকে এসেছে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস।

ওপরের দিকে তানজিদ তামিম (৫৯ বলে ৬১) ছাড়া আর কেউ রান পাননি। সাইফ হাসান (১), সৌম্য সরকার (১৫), মাহমুদুল হাসান জয় (১৩) ব্যর্থ। আফিফ হোসেন ধ্রুব করেন ২৯ রান।

১০৩ রানে খোয়া যায় ৪ উইকেট। সেই বিপর্যয়ে হাল ধরেন জাকের আলী। নিচের দিকে রাতুল (৩৪ বলে ৪০) ও শেখ মেহেদী (১৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫*) সহযোগিতা করলে লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর চলে যায় ৩০০-এর খুব কাছে (২৯৮/৬)।

সায়মুন বাশার রাতুল (৫/২৭), তানজিম হাসান সাকিব (২/১৮), তানভীর ইসলাম (২/৩৩) ও শেখ মেহেদী (১/২০) শেষ পর্যন্ত সে স্কোরকে জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণ করে ছাড়েন। তাদের সাঁড়াশি আক্রমণে মাত্র ১২৬ রানে সব উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। ১৭২ রানের বিরাট জয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।

৮ খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের এটা চতুর্থ জয়। বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সে ম্যাচ থেকে তাদের প্রাপ্তি ১ পয়েন্ট। সব মিলে তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, জাকের আলী অনিক ও আফিফ হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদীদের পয়েন্ট ৯। অন্যদিকে সমান খেলায় ৬ বারের মত হারের স্বাদ পাওয়া রূপগঞ্জ টাইগার্সের পয়েন্ট ৩-ই থাকলো।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারের ২৯৮/৬ (তানজিদ তামিম ৬১, সাইফ হাসান ১, সৌম্য সরকার ১৫, মাহমুদুল হাসান জয় ১৩, আফিফ হোসেন ধ্রুব ২৯, জাকের আলী অনিক ৭৩*, সায়মুন বাশার রাতুল ৪০, শেখ মেহেদী ৩৫*; হোস্মা হাবিব মেহেদী ২/৫৩, মাহমুদুল হাসান লিমন ১/৩৯, আল আমিন জুনিয়র ১/৫০, নুহায়েল সানদিদ ১/৪৯, মইনুল ১/৩৪)।

রূপগঞ্জ টাইগার্স: ৪২.২ ওভারে ১২৬/১০ (আবদুল মজিদ ৪৩, মাহমুদুল হাসান লিমন ১১, আরিফুল হক ২৫; সামিউন বশির রাতুল ৫/২৭, তানজিম হাসান সাকিব ২/১৮, তানভীর ইসলাম ২/৩৩, শেখ মেহেদী ১/২০)।

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।