জটিলতা কাটলো, সকালে ভুটান যাচ্ছেন কৃষ্ণা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশের যে ১০ নারী ফুটবলার ভুটানের লিগে খেলার জন্য তিন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ৯ জনই এখন থিম্পুতে। ৬ এপ্রিল প্রথম ভুটানে যান পারো এফসির চার ফুটবলার- সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।

১৩ এপ্রিল যান থিম্পু সিটির তিনজন- সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র এবং ট্রান্সপোর্ট ইউনাইটেডের দুই ফুটবলার গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন।

দ্বিতীয় দফায় ভুটান যাওয়া পাঁচজনের সঙ্গে যাওয়ার কথা ছিল ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ কৃষ্ণা রানী সরকারের। তবে তার ক্লাব ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে না পারায় কৃষ্ণার ওই দিন যাওয়া হয়নি।

অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ভুটানের উদ্দেশে উড়াল দেওয়ার অপেক্ষায় কৃষ্ণার। আজ মঙ্গলাবর কৃষ্ণা রানী বলেন, ‘আগামীকাল (বুধবার) সকাল ৯ টা ২০ মিনিটে আমার থিম্পুর ফ্লাইট।’

ভুটানের নারী ফুটবল লিগ শুরু হবে ১৯ এপ্রিল। প্রথম দিনই খেলা আছে কৃষ্ণাদের ক্লাবের। তাদের প্রতিপক্ষ সামসি উইমেন্স ফুটবল ক্লাব। পরের দিন মাঠে নামবেন সানজিদা, মারিয়ারা। তাদের প্রতিপক্ষ উয়া উইমেন্স ফুটবল ক্লাব।

২৮ এপ্রিল গেলেফু গার্লস একাডেমির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সাবিনা খাতুনদের পারো এফসি।

আরআই/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।