পাঞ্জাবকে মাত্র ১১১ রানে গুটিয়ে দিলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

নিজেদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) তাদেরই ঘরের মাটিতে ১০৩ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ মঙ্গলবার পাঞ্জাব কিংসেরও একই পরিণতি করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার মহারাজা যুজব্ন্দ্রে সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাঞ্জাবকে ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে দিয়েছে কলকাতা। অর্থাৎ জিততে হলে কলকাতাকে করতে হবে ১১২ রান।

চেন্নাই খেই হারিয়েছিল সুনিল নারিনের ভেলকিতে। আর আজকের ম্যাচে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও নারিনের ত্রিমুখী তোপে দাঁড়াতে পারেনি পাঞ্জাব।

হর্ষিত ২৫ রানে ৩ উইকেট, নারিন ১৪ ও বরুণ ২১ রানে ২টি করে উইকেট নেন।

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করেন প্রভশিমরন সিং। প্রিয়ানশ আর্য ১২ বলে ২২, শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, জ্যাভিয়ের বার্টলেট ১১ ও নেহার ওয়াধেরা ১০ রান করেন। বাকিরা দুই অংক স্পর্শ করতে পারেনি।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।