রনি-ইমনের ব্যাটে জয়ে ফিরলো মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২০ এপ্রিল ২০২৫

সবার ওপরে থেকে সুপার লিগে এসেও নিয়মিত একাদশের একঝাঁক ক্রিকেটার ছাড়া সুপার লিগের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে ৯ উইকেটের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে মোহামেডান। তবে দ্বিতীয় ম্যাচে এসে সে পরাজয়ের ধাক্কা সামলে নিয়েছে সাদা-কালো শিবির।

আজ রোববার বিকেএসপির-৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষেও জোড়াতালি দিয়েই দল সাজাতে হয়েছে। নিষেধাজ্ঞার খাঁড়ামুক্ত অধিনায়ক তাওহিদ হৃদয় একাদশে ফিরলেও আজও মোস্তাফিজুর রহমান, তৌফিক তুষার আর নাবিল সামাদকে নিয়েই দল সাজাতে হয়েছে মোহামেডানকে।

তবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আজ মোহামেডান পেয়েছে ৭ উইকেটের বড় জয়। লক্ষ্য ছোট ছিল না। জিততে দরকার ছিল ২৪১ রান। মোহামেডান এ লক্ষ্য ছুঁয়ে ফেলে মাত্র ৩ উইকেট খুইয়েই।

রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন মোহামেডানকে আবার জয়ের পথ দেখিয়েছেন। নারায়নগঞ্জের এই দুই ওপেনার প্রথম উইকেটে মোহামেডানকে জয়ের পথে অনেকদুর এগিয়ে দেন। আগের ম্যাচে ওয়ান ডাউনে নেমে শূন্য হাতে ফেরা রনি তালুকদার আজ আবার ওপেনিংয়ে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।

১০০ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় ১২২ রানে রিটায়ার্ড হার্ট হন রনি তালুদকার। মোহামেডানের স্কোর তখন ১৯৯ (৩০ ওভারে)। অন্যপ্রান্তে আনিসুল ইসলাম রনিও খেলেন ৮২ বলে ৭৫ রানের এক দায়িত্বপূর্ণ ইনিংস।

কিন্তু শেষ ১২০ বলে ৯ উইকেট হাতে রেখে মাত্র ৪২ রান করতে গিয়ে মোহামেডান আরও ২ উইকেট হারায়। ওয়ান ডাউনে নেমে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রানে ফেরেন। চার নম্বরে নেমে তৌফিক তুষার মাত্র ২২ বলে ৩ ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। পরে সাইফউদ্দীন (৫ নট আউট) আর তাওহিদ হৃদয় (২ নট আউট) দল জিতিয়ে সাজঘরে ফেরেন।

এর আগে ৪ টপ অর্ডার ওপেনার ইমরানউজ্জামান (৫৪ বলে ৩৮), অমিত হাসান (৬৭ বলে ৪০), (ইমরুল কায়েস ২৯ বলে ৪১) আর মার্শাল আইয়ুব (৪১ বলে ৩৫) খুব ভাল খেলতে খেলতে সেট হয়ে মধ্য তিরিশ থেকে চল্লিশের ঘরে আউট হলে অগ্রণী ব্যাংকের স্কোরলাইন ছোট হয়।

মোহামেডানের তিন পেসার এবাদত হোসেন (৩/৪০), সাইফউদ্দীন (৪/৪৭) আর মোস্তাফিজ (২/৫৩) অগ্রণী ব্যাংক ব্যাটারদের ২৪০-এ বেধে ফেলে দল জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে ২ ওপেনার রনি তালুকদার আর আনিসুল ইসলাম ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে অতি সহজেই লক্ষ্যে পৌঁছায় সাদা কালোরা।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।