এবার পাকিস্তানে বন্ধ আইপিএল সম্প্রচার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৩ মে ২০২৫

পহেলগাম হামলার জেরে নতুন করে আগুন জ্বলেছে পাকিস্তান-ভারতের সম্পর্কে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে। যার জবাবে পাকিস্তানও এবার আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে তাদের দেশে।

'পাকিস্তান অবজারভার'সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, ভারতের স্পোর্টস স্ট্রিমিং চ্যানেল ফ্যানকোড পিএসএল লাইভ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। মুছে দিয়েছে টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ভিডিও এবং ম্যাচ হাইলাইটসও।

তার জবাবে পাকিস্তানও এবার আইপিএলের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে। পিএসএল যেমন ভারতে দেখা যাবে না, তেমনি আইপিএলের ম্যাচও এখন থেকে পাকিস্তানে দেখা যাবে না।

এর আগে আইপিএলের ম্যাচগুলো পাকিস্তানে বিভিন্ন অ্যাপস এবং চ্যানেলের মাধ্যমে দেখা যেতো। এখন আর সেটি সম্ভব হবে না।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।