লখনৌকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ এএম, ০৫ মে ২০২৫

ধর্মশালায় রোববার আইপিএলে হাই স্কোরিং ম্যাচ হলো। এই হাই স্কোরিং ম্যাচেই লখনৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব কিংস।

প্রথমে ব্যাট করে প্রীতি জিনতার দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩৬ রানের বিশাল স্কোর। জবাব দিতে নেমে লখনৌও কম যায়নি। প্রায় ২০০ রান করে ফেলেছিল তারা। ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব। ১১ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১৫। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।

রোববার (৪ মে) ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনৌ। ব্যাট করতে নেমে শুরুতেই প্রিয়ানস আরিয়ানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। তবে প্রাবশিরাম সিংয়ের ৪৮ বলে ৯১ রানের ওপর ভর করে ব্যাট হাতে রীতিমত উড়তে থাকে দলটি। ৬টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন প্রাবশিরাম।

১৪ বলে ৩০ রান করেন জস ইংলিস। ২৫ বলে ৪৫ রান করেন শ্রেয়াশ আয়ার। ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

জবাবে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লখনৌ। আয়ুশ বাদোনি সর্বোচ্চ ৪০ বলে করেন ৭৪ রান। ২৪ বলে ৪৫ রান করেন আবদুল সামাদ। পাঞ্জাবের আর্শদিপ সিং নেন ৩ উইকেট।

আইএইচএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।