ইন্টারনেটে তোলপাড়

কাউন্টি ক্রিকেটে ব্যাটারের পকেট থেকে বের হলো মোবাইল ফোন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ মে ২০২৫

ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ল্যাঙ্কাশায়ার বনাম গ্লস্টারশায়ার ম্যাচে এক অদ্ভুত কাণ্ড ঘটান ল্যাঙ্কাশায়ারের বোলার টম বেইলি। তিনি বোলার হলেও অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন ব্যাট করতে নেমে।

রান নেওয়ার সময় হঠাৎই বেইলির প্যান্টের পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল ফোন। তড়িঘড়ি করে দ্বিতীয় রানের জন্য দৌড় দিচ্ছিলেন তিনি। এমন সময় অদ্ভুত এই কাণ্ড।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় দিনে। ল্যাঙ্কাশায়ার প্রথম ইনিংসে ৪০১ রানে ৮ উইকেটের পতন হলে ব্যাট করতে আসেন বেইলি। ৩১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। কিন্তু তার ইনিংসের সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে মাঠে পড়ে যাওয়া মোবাইল ফোনটি।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই অবাক হয়ে যান — একজন পেশাদার ক্রিকেটার কীভাবে মোবাইল ফোন পকেটে নিয়ে ব্যাট করতে পারেন?

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অবৈধ, নিশ্চয়ই?’ আরেকজন বলেন, ‘কিন্তু এটা কীভাবে অনুমোদিত হলো?’

তৃতীয় একজন মন্তব্য করেন, ‘এটা অবশ্যই শাস্তিযোগ্য হওয়া উচিত।’

সাবেক ইংল্যান্ড পেসার অ্যালেক্স টিউডরও ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে, শুরুতে বেইলি নিজেই খেয়াল করেননি যে ফোনটি পড়ে গেছে। বরং ঘটনাটি প্রথম লক্ষ্য করেন গ্লস্টারশায়ারের এক বোলার। তবে ফোনটি পরে বেইলিকে ফেরত দেওয়া হয়েছিল নাকি আম্পায়ারের হাতে তুলে দেওয়া হয় — তা এখনো স্পষ্ট নয়।

এই ঘটনা মাঠের শৃঙ্খলা ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।