বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৮ মে ২০২৫

একদিকে পাকিস্তান সদ্য পিএসএল শেষ করেছে। তাদের প্রায় সব ক্রিকেটার রয়েছে দারুণ টি-টোয়েন্টি ফর্মে। অন্যদিকে বাংলাদেশ কিছুদিন আগে আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে এসেছে। দুই দলের পরিস্থিতিই ভিন্ন ভিন্ন।

আবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টে এসেছে বড় পরিবর্তন। নতুন কোচিং স্টাফ। যদিও টি-টোয়েন্টি সেটআপ একেবারে নতুন নয়। সালমান আলি আগার নেতৃত্বে আগেও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। তবুও তারা বলছে, নতুন যুগের সূচনা পাকিস্তানের। আর বাংলাদেশের লক্ষ্য আরব আমিরাতে হারিয়ে ফেলা ঐতিহ্য আর আত্মবিশ্বাস ফেরানে।

এমন পরিস্থিতিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশ। এই ম্যাচের শুরুতেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।

অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত চার ম্যাচে টস করতে নেমে হারলেন লিটন দাস। তবে ম্যাচ জিততে পারলে তার টস হারের আফসোসটা হয়তো মিটে যাবে। বাংলাদেশ কি পারবে জিততে?

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।