সিপিএলে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৮ জুন ২০২৫

বাংলাদেশ জাতীয় দলে অপাংক্তেয় হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি আসরে সাকিব আল হাসানের কদর যেন আগের মতোই। ৩৮ বছর বয়সে এসেও সাকিব দল পেলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে অ্যান্টিগা এবং বারবোদা ফ্যালকনস। এই দলে তার সঙ্গে আছেন ইমাদ ওয়াসিম, নাভিন উল হক, ফ্যাবিয়েন এলেন, আল্লাহ গাজনফর, রাহকিম কর্নওয়ালের মতো তারকা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেরা বোলিং ফিগারের মালিক এখনও সাকিব আল হাসান। ২০১৩ সালের আসরে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অলরাউন্ডার।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।