বাজে শুরুর পরও বিশ্বাস রাখছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৮ নভেম্বর ২০২৫

টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে স্বাগতিকদের ৩৯ রানে। আয়ারল্যান্ডের ১৮২ রানের জবাবে বাংলাদেশ করতে পেরেছে ১৪২ রান।

চট্টগ্রামের উইকেটে স্বাভাবিকভাবেই ব্যাটাররা ভালো করেন। শীতকাল হওয়ায় শিশিরের প্রভাবে বোলাররা কঠিন সময় পার করবে এই ধারণাটা ছিল। পাঁচ বোলারের একজন ছাড়া সবাই রান খরচ করেছেন বেশ।

এরপরও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে বললেন কিছুটা রান বেশি হওয়ার কথাও, ‘আমি মনে করি বোলাররা দারুণ পারফর্ম করেছে, বিশেষ করে মোস্তাফিজ যেভাবে বোলিং করেছে। তবুও, আমরা যদি আরও একটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে তাদের ২৫-৩০ রান কমে আটকে রাখতে পারতাম।’

বাজেভাবে হেরে সিরিজ শুরু করলেও দলের প্রতি বিশ্বাস রাখছেন লিটন, ‘আমি এখনো আমার দলকে বিশ্বাস করি; আমরা আমাদের খেলাটা খেলতে পারলে তাদের হারাতে পারবো।’

ম্যাচ হারলেও এই ম্যাচে আছে ইতিবাচক কিছুও। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ইনিংস। তাকে কেউ সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত অপরাজিত থেকেও পারেননি জয় নিয়ে মাঠ ছাড়তে।

হৃদয়ের ব্যাটিংয়ে খুবই খুশি লিটন, ‘হৃদয় দলেও ফিরে এসেছে—এ নিয়ে আমি খুব খুশি। আমরা তাকে প্রয়োজন করি এবং সে আমাদের জন্য খুব ভালো ব্যাট করেছে। হৃদয় যেভাবে ব্যাট করেছে তাতে আমি খুবই খুশি, সিরিজের বাকি ম্যাচগুলোতেও সে যেন একইভাবে খেলতে পারে—এটাই চাই।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আইএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।