বিপিএলের উদ্বোধনীতে থাকবে ওসমান হাদিকে শ্রদ্ধা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় গত ২৪ ডিসেম্বর যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট হবার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে আগেই। তবে আগামীকাল শুক্রবার দুপুরে একটা ছোট্ট উদ্বোধনী পর্ব থাকবে বিপিএলের। স্বাগতিক সিলেট আর রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে ছোটখাটো আনুষ্ঠানিকতা থাকবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জাগো নিউজকে বলেছেন, ‘সবাই জানেন যে, এবার কোন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। তবে আমরা ক্রীড়া সচিব আর বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে উদ্বোধন করাবো। তার আগে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।’

মিঠু যোগ করেন, ‘খেলা শুরুর আগে জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ওসমান হাদির আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। তার আগে সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হাদির ছবি ভেসে উঠবে।’

এছাড়া প্রথম ম্যাচ শেষে ৪০-৪৫ মিনিটের একটি কনসার্টও অনুষ্ঠিত হবে। ওই কনসার্টের আগে ৬ প্রতিযোগী দলের থিম সং বাজানো হবে। আর পাশাপাশি আতশবাজি ফোটানোও হবে।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।