জিম্বাবুয়েকে ১৪৬ রানে হারাল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। এবার সেই ম্যাচেও জয় তুলে নিল আফগানিস্তান। তাও আবার ১৪৬ রানের ব্যবধানে। এ জয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ নিজেদের করে নিয়েছে আফগানরা।

শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ শেহজাদ। তবে দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি ও রহমত শাহ। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। সাজঘরের ফেরার আগে জাভেদ আহমাদি (৭৬) ও রহমত শাহ (৫৯) রান করেন।

তবে এই দুইজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে আফগানরা। সামিউল্লাহ আনসারি (৫), আসগর স্টানিকজাই (২), নাসির জামাল (৭) ও মোহাম্মদ নবি (৯) দ্রুত সাজঘরে ফেরেন। শেষ দিকে রশিদ খান ৪৩ ও শরাফুদ্দিন আশরাফ ২১ রান করলে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

আফগানদের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলটির ৮ জন ব্যাটসম্যানের রান হল ৭, ১, ০, ০, ৮, ০*, ০, ০। ঠিক যেন টেলিফোন নম্বর। সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর। এতেই ৩২.১ ওভারে ৯৫ রানে অলআউট দলটি।

আফগানিস্তানের হয়ে ৫.১ ওভারে ১ মেডেনসহ ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ২টি করে উইকেট নেন শরাফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।