চেন্নাইয়ে আইপিএল বন্ধের দাবীতে রজনীকান্তের সাথে আরও ৬০!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

তামিল-নাড়ুর বিখ্যাত অভিনেতা রজনীকান্তের ডাকে জোরালো হয়েছে চেন্নাইয়ে আইপিএল বন্ধের আন্দোলন। কাবেরি নদীর পানি বন্টন বিষয়ে চলমান অবরোধে রজনীকান্তের সাথে স্মারকলিপিতে সাক্ষর করেছেন তামিল-নাড়ুর আরও ৬০ জন অভিনেতা-অভিনেত্রী।

গত শনিবার আইপিএলের একাদশতম আসরের পর্দা উঠলেও, চেন্নাইয়ের মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবার। এই ম্যাচকে ঘিরেই যত আপত্তি রজনীকান্তসহ তামিল-নাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের। তাদের মতে, কাবেরি নদীর পানি বন্টন ইস্যুতে চলমান অস্থিরতার মাঝে আইপিএলের উন্মাদনা চরম বিব্রতকর হবে তামিলনাড়ু প্রদেশের জন্য।

তামিল-নাড়ু প্রদেশে দীর্ঘদিন ধরেই চলছে ‘কাবেরি’ নদীর পানি বন্টন বিষয়ক জটিলতা। যার ফলে তামিল-নাড়ু অঞ্চলের কৃষকদের পড়তে হচ্ছে পানি সংকটে। আটকে যাচ্ছে তাদের কৃষি কাজ। তাই কৃষকদের সমস্যা দূরীকরণসহ কাবেরী নদী বিষয়ক সকল জটিলতা দূরীকরণে বিক্ষোভের ডাক দেয় তামিল-নাড়ুর ফিল্ম ইন্ডাস্ট্রি।

সেই বিক্ষোভ চলাকালীন স্থানীয় সংবাদ মাধ্যমে রজনীকান্ত বলেন, ‘এই প্রদেশের চলমান পরিস্থিতিতে আইপিএল না হলেই ভালো হবে। কৃষকদের দুঃখ-দুর্দশার মাঝে আইপিএল নিয়ে মাতামাতি মোটেও সমীচীন হবে না। চেন্নাই কর্তৃপক্ষের এটা নিয়ে ভাবা উচিত। তামিল-নাড়ুর বর্তমান অবস্থা মোটেও আইপিএল নিয়ে মাতামাতির জন্য উপযুক্ত নয়।‘

কাবেরি নদীর পানি বন্টনের ইস্যুতে চলমান এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন রজনীকান্ত এবং কামাল হোসেন। তাদের পাশে রয়েছেন তামিল-নাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির আরও ৬০ জন শিল্পী। যারা প্রত্যেকে সাক্ষর করেছেন স্মারকলিপিতে। শীঘ্রই এই স্মারকলিপি পাঠানো হবে চেন্নাই রাজ্য সরকারের কাছে।

এসএএস/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।