নতুন ব্যাটিং কোচ পেল আফগানিস্তান
আফগানিস্তান দলের কোচিং স্টাফে যোগ হলেন আরও একজন দক্ষিণ আফ্রিকান। সাবেক প্রোটিয়া ক্রিকেটার এইচডি একারম্যানকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
আফগানিস্তানের হেড কোচ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ভারতে গত বছর টি-টোয়েন্টি সিরিজে খণ্ডকালীন দায়িত্ব পালন করার পর আফগানিস্তানের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লুজনার।
এর আগে আফগানিস্তান দলের বোলিং কোচও ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান-চার্লস ল্যাঙ্গাভেল্ট। পরে তিনি বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। সেখান থেকে নিজের দেশে একই দায়িত্ব পেয়ে ফেরত যান।
ক্রিকেটার থেকে একটা সময় ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন একারম্যান। এবার ফিরলেন কোচ হয়ে। আফগানিস্তান দলের সঙ্গে তার কাজ শুরু হবে আগামী মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৮ সালে চারটি টেস্ট খেলার সুযোগ হয় একারম্যানের। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২২০টি, লিস্ট 'এ'তে ২২৬ এবং ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার।
এমএমআর/এমকেএইচ