শুধু ক্রিকেটার-কোচিং স্টাফই নয়, হোটেল স্টাফদের হলো করোনা টেস্ট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০

এখন অনুশীলন মানেই করোনা টেস্ট, আগে যতবারই ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করেছেন, প্রতিবারই কোভিড-১৯ টেস্ট উত্তীর্ণ হয়ে তবেই শেরে বাংলায় প্র্যাকটিস করা সম্ভব হয়েছে। এবারও তার অন্যথা হচ্ছে না।

আগামীকাল ১ অক্টোবর থেকে জাতীয় দলের যে অনুশীলন শুরু হতে যাচ্ছে, তার আগেও ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফের সবার করোনা টেস্ট করানো হয়েছে। আজ বুধবারই হয়েছে সে করোনা টেস্ট।

শুধু জাতীয় দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফই নয় আজ বুধবার পাশাপাশি যুব দলের ( অনূর্ধ্ব-১৯) ২৮ ক্রিকেটারেরও করোনা টেস্ট করানো হয়েছে।

প্রসঙ্গতঃ ৪৬ জনের প্রাথমিক ক্যাম্পের পর বাছাইকৃত ২৬ জনকে নিয়ে এবার জাতীয় যুব অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প হবে বিকেএসপিতে। এই করোনা টেস্টে নেগেটিভ ক্রিকেটাররা কাল দুপুরের পরই বিকেএসপি চলে যাবেন। সেখানেই তাদের আবাসিক ক্যাম্প হবে।

এদিকে আগেই জানা, জাতীয় দলের ২৭ সদস্যের বহর এবারো ১ থেকে ১৫ অক্টোবর, টানা ১৫ দিন কাটাবেন সোনরাগাঁ প্যানপ্যাসিফিকে। সে উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরেই সোনারাগাঁ হোটেলে চেকইন করবেন ক্রিকেটাররা। ওদিকে জাতীয় দলের ৪ বিদেশি কোচ রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুক ও নিক নেইলও সোনারগাঁয় আছেন আগে থেকেই।

জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আজ বুধবার জাতীয় দল, যুব দলের (অনুর্ধ্ব-১৯) ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফসহ প্রায় শ’ খানেকের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে।

জাতীয় দল আর যুব দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টি স্টাফ মিলে মোট ১০০ জন। জাতীয় দলের ২৭ আর যুব দলের ২৮ মিলে ৫৫ জন ক্রিকেটার। এর বাইরে কি ৪৫ জন সাপোর্টিং স্টাফ? সংখ্যাটা খুব বেশি মনে হচ্ছে। এত কেন? জানতে চাওয়া হলে আজ সন্ধ্যায় দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে জানান একটি গুরুত্বপূর্ণ তথ্য।

তার ব্যাখ্যা, ‘সোনারগাঁ হোটেলে থাকার কারণে ওই পাঁচ তারকা হোটেলের যে সব স্টাফ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং-সাপোর্টিং স্টাফদের দৈনন্দিন রান্না-বান্না, রুম ক্লিনিং, খাবার সরবরাহ করা ও আনুসাঙ্গিক কাজে সম্পৃক্ত থাকবেন- তাদের সবারও করোনা টেস্ট করানো বাধ্যতামুলক।’

শুধু ক্রিকেটার ও কোচিং-সাপোর্টিং স্টাফদের করোনা টেস্ট করানো হলো, অথচ তাদের সাথে যারা হোটেলের স্টাফ হিসেবে সার্বক্ষণিকভাবে কাজ করবেন, তারা করোনা মুক্ত কি না? তা খুঁটিয়ে দেখা ও নির্ণয় জরুরি। তাদের চিহ্নিত করার জন্যই আমরা সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলের ৩২ স্টাফকেও করোনা টেস্ট করিয়েছি।’

বোর্ড থেকে জানানো হয়েছে যে, আগামীকাল বৃস্পতিবার সকালেই হোটেলে চেকইন করবেন ক্রিকেটাররা। অথচ তাদের করোনা টেস্ট হয়েছে আজ বুধবার। কাল সকালে হোটেলে চেকইনের আগে কি তাহলে রিপোর্ট পাওয়া যাবে? এ প্রশ্নের জবাবে বিসিবি প্রধান চিকিৎসক জানালেন, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। আমরা আজ বুধবার রাত ১১ টার মধ্যেই জেনে যাব কার কি অবস্থা? কে কে নেগেটিভ আর কারও পজিটিভ আছে কি না!

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।