‘ওয়েস্ট ইন্ডিজের খারাপ দল হলেই জিতব এমন তো নয়’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

বড় তারকারা বলতে গেলে কেউই নেই। এক নামে সবাই চেনেন, এমন প্রতিষ্ঠিত ক্রিকেটারের সংখ্যাও হাতে গোনা। বেশিরভাগই তরুণ ও স্বল্প পরিচিতির এক ঝাঁক ক্রিকেটার নিয়ে বাংলাদেশে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

ফলে এই সিরিজ নিয়ে দর্শক-সমর্থকদের আগ্রহ কিছুটা কমে যাওয়াই স্বাভাবিক। কিন্তু কঠিন সত্য হলো- যে সব খেলোয়াড়ই আসুন না কেন, দলটির নাম ওয়েস্ট ইন্ডিজই থাকবে। তাদের শক্তি ও সামর্থ্য যেমনই থাকুক না কেন, লড়াই হবে দুই টেস্ট খেলুড়ে দেশের মধ্যে।

বাংলাদেশ জিতলে পয়েন্ট পাবে। হারলে খোয়াবে। রেকর্ড হলে সেটিও বড় করেই লেখা থাকবে পরিসংখ্যানে। কাজেই ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দল আসছে বলে সিরিজটিকে হেলাফেলার চোখে দেখার সুযোগ নেই।

আকরাম খান মনে করিয়ে দিলেন সেই কথাটাই। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসার ঠিক ৭২ ঘন্টা আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান শোনালেন সাবধানবাণী।

তিনি বলেন, ‘এখানে হয়তো ওয়েস্ট ইন্ডিজের কিছু নামকরা খেলোয়াড় আসছে না। হয়তো প্রতিষ্ঠিত ক্রিকেটারও নেই তেমন। তার মানে এটা না যে, ওয়েস্ট ইন্ডিজের অন্য খেলোয়াড়রা ওই পর্যায়ের না। ওদের স্ট্যান্ডার্ডও কিন্তু অনেক ভালো। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে খেলছেন, আপনার দলের খেলোয়াড়েরা কিভাবে খেলছে। ওদের অ্যাপ্রোচ কেমন, ওরা ফর্মে আছে, এসবই গুরুত্বপূর্ণ।’

সবাই ধরে নিয়েছেন, খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের জয়ের সম্ভাবনাই বেশি। যদিও আকরাম খান এমনটা মনে করেন না। নিজেদের দলকে ফেবারিট মানতে নারাজ তিনি। আকরাম বলেন , ‘এটা বলা খুবই কঠিন। ওয়েস্ট ইন্ডিজের ভালো টিমের সঙ্গেও আমরা জিতেছি। কিন্তু খারাপ দলের সঙ্গে যে জিতব, এমন কোনো কথা নেই।’

আকরামের তাই সতর্ক ও সাবধানী উচ্চারণ, ‘জরুরী হচ্ছে আমাদেরকে ভালো খেলতে হবে। সেদিকেই আমরা মনোযোগ দিচ্ছি। যেন আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো খেলতে পারি।’

করোনার কারণে দীর্ঘ একটা বিরতি ছিল টাইগারদের। এটাও একটা বড় চ্যালেঞ্জ মনে করছেন আকরাম। তার ভাষায়, ‘আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অনেকদিন পর আমরা টেস্ট এবং ওয়ানডে খেলব। তাই দুই পক্ষের জন্যই বিষয়টি চ্যালেঞ্জিং। ওদের জন্যও যেমন চ্যালেঞ্জ, আমাদেরও। ওদের নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে, ওরা নিজেদের শতভাগের চেয়েও বেশি দেবে। সেটা আমাদের জন্য আরও বড় একটা চ্যালেঞ্জ।’

আরেকটা ব্যাপার হলো, করোনার মধ্যে জৈব সুরক্ষা বলয় ঠিক রেখে সফলভাবে সিরিজটি আয়োজন করা। সবমিলিয়ে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সব দিক দিয়েই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন আকরাম।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।