কোথায় কোয়ারেন্টাইন করতে হচ্ছে সাকিব-মোস্তাফিজকে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ মে ২০২১

আইপিএল বন্ধ হওয়ার পর সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে আজ একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছেন সাকিব-মোস্তাফিজ।

আজ বিকেল ৪টায় বিশেষ বিমানে ভারত থেকে ঢাকায় এসে পৌঁছান তারা দু’জন। তবে ঢাকায় পৌঁছালেও সাকিব-মোস্তাফিজকে কিন্তু ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেই থাকতে হচ্ছে। এতে কোনো ছাড় পাবেন না তারা দু’জন।

বাংলাদেশ সরকার আগেই নিয়ম করেছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকাফেরত যে কাউকেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। ১ মে থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সে হিসেবে বিমান বন্দর থেকেই কোয়ারেন্টাইন সেন্টারে চলে যেতে হয়েছে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে।

কিন্তু কোথায় কোয়ারেন্টাইন করছেন এই দুই ক্রিকেটার? সাকিব একা থাকলেও মোস্তাফিজের সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। সুতরাং, কোয়ারেন্টাইন করতে হবে তিনজনকেই।

বিসিবি সূত্রে জানা গেছে, বিলাশবহুল হোটেলেই দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে রাখা হচ্ছে গুলশানস্থ বিলাশবহুল হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনে। মোস্তাফিজুর রহমান তার স্ত্রীসহ কোয়ারেন্টাইন করবেন সোনারগাঁও হোটেলে।

বিমানবন্দর থেকে এই দুই ক্রিকেটারকে সরাসরি পাঠিয়ে দেয়া হয়েছে ওই দুই হোটেলে। বিসিবি চেষ্টা করেছিল, সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করা যায় কি না। কারণ, ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশের। ১৪ দিনের কোয়ারেন্টাইন করলে, এই দুজন প্রস্তুতির মোটেও সুযোগ পাবেন না। সে ক্ষেত্রে প্রথম ম্যাচ খেলার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা বুধবার গণমাধ্যমকে জানান, এ ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।