রাসেলের সঙ্গে ড্র করে কোয়ার্টারে জামাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

ড্র করলেই শেষ আটের টিকিট- এমন সমীকরণ নিয়েই শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রয়োজনীয় ড্র করেই সাইফুল বারী টিটুর শিষ্যরা স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে।

একদিন আগেও কোয়ার্টারে নাম লেখানোর জন্য পয়েন্ট প্রয়োজন ছিল রাসেলের। কিন্তু রোববার বিকেল উত্তর বারিধারা ও বাংলাদেশ বিমান বাহিনীর ম্যাচ ড্র হওয়ার পরই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায় রাসেলের।

রাতে শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচের গোল দুটি হয়েছে দুই মিনিটের ব্যবধানে। প্রথমে ২৭ মিনিটে জামাল এগিয়ে যায় শাহিনের গোলে। ২৯ মিনিটে রাসেলকে সমতায় ফেরান পর্তুগালের ইসমাইল রুতু তাভারেজ।

এই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘বি’ গ্রুপের খেলা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল, সমান ম্যাচে শেখ জামাল ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।

এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে উত্তর বারিধারা ক্লাব ও বাংলাদেশ বিমান বাহিনী। বারিধারার পয়েন্ট ২, বিমান বাহিনীর ১।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।