অ্যাশেজে এবার ম্যাচ রেফারি করোনা পজিটিভ
চলতি অ্যাশেজ সিরিজে মিলছে একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। এতদিন করোনা পজিটিভ ছিলেন ইংল্যান্ডের সফরকারী দলের সদস্যরা। তবে এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন পুরো সিরিজের ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে চতুর্থ টেস্টে দায়িত্ব পালন করা হবে না তার।।
এবারের অ্যাশেজের পুরো পাঁচ টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছিল ডেভিড বুনকে। তিনি এখন করোনা পজিটিভ হওয়ায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নার্ড। আইসিসি রেফারিদের ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য তিনি।
মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের সাপোর্ট স্টাফের চার সদস্য এবং পরিবারের তিন সদস্য। পরিবারের সদস্যের কাছাকাছি সংস্পর্শে থাকায় চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড।
তবে করোনা আক্রান্তদের সবাই উপসর্গবিহীন আছেন। বুধবার ৬১ বছর পূর্ণ করা বুন করোনাভাইরাসের দুই ডোজ টিকা এবং বুস্টার ডোজও নিয়েছেন। তাকে আপাতত মেলবোর্নে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সবকিছু স্বাভাবিক থাকলে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে দায়িত্ব নেবেন তিনি।
এসএএস/এএসএম