করোনা আক্রান্ত প্রধান নির্বাচক নান্নু
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে একটি দুঃসংবাদ। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি নিজেই রাতে জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশের জয়ের পর আজ সকাল থেকেই মিডিয়ার কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে থাকেন তিনি। জাগো নিউজের সঙ্গে যখন কথা বলছিলেন, তখনও জানিয়েছেন তার শরীরে জ্বর রয়েছে। এ কারণে শরীর কিছুটা খারাপও করছিল। কিন্তু বাংলাদেশের এমন এক জয়ের দিনে তো আর চুপ করে বসে থাকা যায় না। সে কারণে সবার সঙ্গে কথা বলেছেন।
এরই ফাঁকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবং আজ রাত ৮টার দিকেই রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাতেই দেখা যাচ্ছে, তিনি কোভিড-১৯ পজিটিভ।
রাতেই জাগো নিউজের সঙ্গে কথা হয়েছে নান্নুর। জানিয়েছেন, আপাতত বাসায়ই আইসোলেশনে রয়েছেন তিনি। বাসায়ই চলবে চিকিৎসা। শরীরে জ্বর ছাড়া অন্য কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এমনিতে আশরাফুল ইস্যুতে কিছুটা ব্যাকফুটে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু্। যে কারণে গত কয়েকদিন নিজের ব্যবহার করা মোবাইলটাও বন্ধ রেখেছিলেন। তবে বাংলাদেশের জয়ের পর আজ মোবাইল খোলেন এবং সবার সঙ্গে কথা বলেন।
এআরবি/আইএইচএস/