বিপিএলে বাড়ছে করোনা সংক্রমণ, যে কারণে চেপে যাচ্ছে বিসিবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২২

১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিপিএলের দলগুলোর করোনা টেস্ট। ১৭ জানুয়ারি প্রাথমিক টেস্টেই দেখা গেছে, তিন থেকে চারজন ক্রিকেটার পজিটিভ। সেদিনই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শঙ্কা প্রকাশ করেছিলেন, দেশে হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমিত হতে পারে ক্রিকেটারদেরও।

ডাঃ দেবাশীষ চৌধুরীর অনুমান সত্য। আরও কজন ক্রিকেটার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তবে তাদের নাম, সংখ্যা কিংবা কোন দলের ক্রিকেটার, সে ব্যাপারে জানাতে অপারগতা প্রকাশ করেছেন দেবাশীষ।

আজ (বুধবার) দুপুরে জাগো নিউজের সাথে আলাপে তিনি বলেন, ‘কতজন পজিটিভ, তারা কারা, কোন দলের এবং সংখ্যা কত- এসব জানানো আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রথম কথা বিপিএল ফ্র্যাঞ্চাইজি আসর। এখানে সবাই মোটা অংকের অর্থ দিয়ে ক্রিকেটার দলে নিয়েছেন। কারও করোনা পজিটিভ হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর চিন্তাই বেশি। তারা আবার এখানে ওখানে টেস্ট করাচ্ছে। আমরাও তাদের জানিয়ে দিয়েছি যদি তিনটি টেস্টের মধ্যে কারো অন্তত দুটি নেগেটিভ থাকে এবং কোনোরকম লক্ষণ দেখা না যায়, তাহলে আমরা তাকে খেলার অনুমতি দেব।’

তবে এর আগে ক্রিকেটারদের নাম, দলের নাম ও সংখ্যা গণমাধ্যমের সামনে না জানাতে বিসিবির কাছে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে কারণেই বিসিবি মুখে কুলুপ এঁটে আছে।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।