এবারও বাবার দলই কিনলো শচীনের ছেলে অর্জুনকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

গত আইপিএলের নিলামে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের দিকে তাকিয়ে ছিলেন সবাই। কেউ কি তাকে কিনবে? এমন প্রশ্ন ওঠার সুযোগ না দিয়েই নিলামে প্রথম ডাকে অর্জুনকে নিয়ে নেয় তারই বাবার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারও শচীনপুত্র দল পেয়েছেন। তাকে কিনে নিয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সই। তবে গতবার ২০ লাখ ভিত্তিমূল্যে বিক্রি হওয়া এই অলরাউন্ডারের এবার দাম বেড়েছে।

এবার অর্জুনের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তবে ভিত্তিমূল্যে নয়, ১০ লাখ রুপি (৩০ লাখ) বেশিতে বিক্রি হয়েছেন শচীনপুত্র।

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ডধারী শচীন মুম্বাইয়ের ছেলে। বরাবরই ঘরের ছেলের প্রতি আগ্রহ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের।

আইপিএলে এই দলটির হয়ে দীর্ঘদিন (২০০৮ থেকে ২০১৩ মৌসুম পর্যন্ত) খেলেন শচীন। খেলা ছাড়ার পর তাকে মেন্টর হিসেবে রেখে দেয় মুম্বাই। তার ছেলেরও ক্যারিয়ার গড়ে উঠছে একই ফ্র্যাঞ্জাইজিতে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।