সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে কারণ দর্শানো নোটিশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

তীরে এসে তরী ডোবার পাশাপাশি বড় দুঃসংবাদ ফরচুন বরিশালের জন্য। দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিজ্ঞাপন ইস্যুতে দলটির ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) রাতে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যেহেতু সাকিব ইস্যুতে টুর্নামেন্টের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্টের নিয়ম ভঙ্গ করা হয়েছে, তাই বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে শো কজ করা হয়েছে।

এ বিষয়ে পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটায় ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবর অধীনে আমরা কোনো ছাড় দেইনি। এরই মধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘সে বাইরে গেলো কীভাবে? আমরা ফ্র্যাঞ্চাজিদের নির্দেশনা দিয়েছিলাম কীভাবে এবারের সবকিছু মেইন্টেন করতে হবে। যেহেতু এটা ভাঙা হয়েছে, সেটার জন্য তাদের শো কজ করা হয়েছে। টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে এখন যা করার করবে।’

আপনি কি প্রত্যাশা করেন কি না সাকিব ব্যক্তিগত কর্মাশিয়াল এ জড়িত হতে পারেন? এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতির ভাষ্য, ‘আমার কথা হচ্ছে (কারও জন্য) ভিন্ন হতে পারে না। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব এখানে বেশি ছিলো। (সাকিব) ওটা পারমিশন নিয়ে করেছে। নির্দিষ্ট প্রটোকল নিয়ে করেছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ফাইনালের আগের দিন ছিল দুই ফাইনালিস্ট অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বরিশাল অধিনায়ক সাকিব। পরে খোঁজ নিয়ে জানা যায়, একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়েই শো কজ করা হয়েছে বরিশালকে।

এআরবি/এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।