নার্ভের খেলায় জিতে খুশি সালাউদ্দিন, এভাবে হেরে চরম হতাশ সুজন
ফাইনালের আগে দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ফাইনাল আসলে স্নায়ুর লড়াই। যে দল গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে- তারাই জিতবে। ঠিক তাই হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ পর্যন্ত নিজেদের নার্ভ ঠিক রেখে শেষ হাসি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১ রানের নাটকীয় জয় পেয়েছে কুমিল্লা। আর ৫ উইকেট হাতে থাকার পর শেষ ১৮ বলে ১৮ রান করতে গিয়েও পারেনি ফরচুন বরিশাল।
এক দলের নাটকীয় জয়, আরেক দলের তীরে এসে তরী ডোবা- এই ছিল অতি সংক্ষেপে ফাইনালের চালচিত্র। তা নিয়ে কী ভাবছেন দুই দলের কোচ? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের দাবি, তার দল সময়মতো স্নায়ু ধরে রেখেই ম্যাচ জিতেছে।
সালাউদ্দিনের ব্যাখ্যা, ‘আমরা শেষ বল পর্যন্ত নার্ভ ধরে রেখেছি, তাই জয় ধরা দিয়েছে।’ জিতলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না কুমিল্লা কোচ, ‘আমরা জিতেছি, বরিশাল হেরেছে। তার মানে এই নয় যে বরিশাল খারাপ খেলেছে। আমার মনে হয় আমাদের জয় খানিক সৌভাগ্যপ্রসুত।’
তিনি আরও বলেন, ‘আমরা দারুণ শুরুর পর শেষ পর্যন্ত ভাল ব্যাটিং করিনি, বোলিংটাও তেমন ভাল হয়নি। তবে এটা ঠিক যে আমরা নার্ভ ধরে রেখেছিলাম।’
এদিকে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘শেষ ওভারে শহিদুল ভালো বল করেছে। প্ল্যান অনুযায়ী বোলিং করেছে। শেষ বলে যখন বরিশালের ৩ রান প্রয়োজন ছিল, তখন শহিদুলকে বলাই ছিল অফস্ট্যাম্পের বাইরে ফুল লেন্থ না হয় ওয়াইড ইয়র্কার করতে। আর শহিদুল তাই করেছে।’
অন্যদিকে বরিশাল কোচ খালেদ মাহমুদ সুজন চরম হতাশ। তার সোজাসাপটা কথা, ‘আমরা যেখানে থেকে হেরেছি, সেখান থেকে হারার কথা নয়। এটা চরম ব্যর্থতা। এই না পারার কোনো অজুহাত নেই।’
সুজন আরও যোগ করেন, ‘শেষ ২ ওভারে বাউন্ডারি বের করতে না পারলে দল জিতবে কী করে? সোজা কথা হলো, আমরা এই জায়গায় পারি না। বারবার এমন পরিস্থিতিতে আমরা ব্যর্থ হচ্ছি। এ্টা আজ আবার প্রমাণ হলো যে আমাদের ক্রিকেট সেভাবে আগায়নি। আমরা একই জায়গায় গিয়ে আটকে আছি।’
এআরবি/এসএএস/