রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেটের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২২

মাদক ও মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে যুব সমাজকে দূরে রাখতে রাজবাড়ীতে মেয়ের কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহীদ খুশি রেলওয়ে ময়দানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার মেয়র মো: আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারসহ পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টরা।

রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেটের উদ্বোধন

উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী পৌরসভা ২ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। এ সময় ২ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দেন কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট এবং ৮ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দেন কাউন্সিলর মাহবুব হোসেন পলাশ।

মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে পৌরসভার ৯ ওয়ার্ডের ৯টি দল অংশ নিয়েছে।

রুবেলুর রহমান/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।